আইপিএলে চলতি আসরে বেশ সমস্যায় পড়েছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা দিয়েছিলেন দলটির অধিনায়ক সানজু স্যামসন। এবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ২৪ লাখ রুপি জরিমানা গুনলেন তিনি।
আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের অভিযোগে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দ্বিতীয়বার এর পুনরাবৃত্তি ঘটলে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকি সদস্যদের প্রত্যককে প্রায় ৬ লাখ রুপি জরিমানার বিধান রয়েছে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও স্লো ওভার রেটের অভিযোগ ওঠে রাজস্থানের বিরুদ্ধে। এবার তাই অধিনায়কসহ দলের সবাইকে গুনতে হয়েছে জরিমানা।
মুস্তাফিজদের জরিমানার অঙ্ক অবশ্য স্যামসনদের চেয়ে কম। স্যামসন ছাড়া বাকিদের প্রায় ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।উল্লেখ্য, চতুর্দশ আসর থেকে আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি কঠোর করা হয়েছে। চলতি আসরে রাজস্থান আর কোনো ম্যাচে ধীর গতিতে বোলিং করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন অধিনায়ক স্যামসন।