মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়ে মানে

কবিঃ জাহিদ হাসান আবেদ

মেয়ে মানে, সব কিছুতে মানিয়ে নেয়া।
মেয়ে মানে, ভুল না করেও ভুলের বোঝা মাথায় নিয়ে মুখ বুঝে সহ্য করা।

মেয়ে মানেই, প্রাপ্তির সময় শূন্য।
আর প্রদানের সময় সবটুকু উজাড় করে দেয়া।

মেয়ে মানে, এখানে বাঁধা
ওখানে মুখ খোলা যাবে না।
মেয়ে মানে এ বেলায় মুচকি
হেসেছো তো, বাকি দু বেলা কান্না।

মেয়ে মানে, ছেলে থেকে আলাদা।
তোমার এত কেন বায়না??
মেয়ে মানে, সব কিছু বলার পূর্বেই বুঝতে হবে,
অত শত প্রশ্ন করা যাবে না।

মেয়ে মানে, মুখে তিল নেই,
হাসি সুন্দর নয়।
তবে সে অবয়া অলক্ষ্ণী।
মেয়ে মানে, দেখলে দোষী,
না দেখলে ও প্রত্যক্ষ স্বাক্ষী।

মেয়ে মানে, দশেই ভাবতে হবে তেইশের ভাবনা।
মেয়ে কালো তো, এ বংশের ভবিষ্যত সব কালো।
নেই সাদার সম্ভাবনা।

মেয়ে মানে, হাজার কষ্টে ভুগবে।
তবু মুখ ফুটে একটুও কারো সাথে কভু কিছু বলা যাবে না।
মেয়ে মানে, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেও শেষ বেলায় নিজেকে ভালোবাসার পুঁজিটুকুও থাকে না।

কি বাবার বাড়ি, কি শ্বশুড় বাড়ি?
আপন বলতে নেই তো আপন।
নেই তার আপন সঙ্গী।
চেনা ঘাটের, চেনা নদে।
রোজ ভীড়ে কত চেনা অচেনা ঢিঙ্গি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১