শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেসির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

সাম্প্রতিক সময়টা লিওনেল মেসির একদমই ভালো যাচ্ছে না। চোটের সঙ্গে লড়াই করছেন নিয়মিত। প্রায়ই মেসিকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। এবার মেসির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও উঠেছে।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের বিপক্ষে ম্যাচে মেসি নাকি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করেছেন!

মেসি কেন এমন আচরণ করেছেন, তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড জানিয়েছে, মন্টেরে মেসির আচরণের পরিপ্রেক্ষিতে ইন্টার মায়ামির বিরুদ্ধে কনকাকাফে অভিযোগও করেছে।

অভিযোগে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামও দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

কলোরাডোর বিপক্ষে আগামীকাল (ভোরে) ইন্টার মায়ামির ম্যাচ। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিল মেসির অসদাচরণের বিষয়টি।

তবে মায়ামির সহকারী কোচ মোরালেস বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছেন। মেসির প্রসঙ্গ না এনে তিনি মাঠের লড়াইয়ের কথা বলেন। ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’

মন্টেরের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন কাপ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে ২–১ গোলে হেরেছিল মায়ামি। সেদিন মেসি মাঠের বাইরে বসেই দেখেন পুরো খেলা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭