বার্সেলোনা ১২৫ বছর পূর্তিতে লিওনেল মেসিকে দাওয়াত করেছিল। মেসি রাজি ছিলেন আসতে। এটা তার আবেগের ক্লাব। বার্সেলোনা তাকে বড় পরিচিতি দিয়েছে।
কিন্তু কিছু কাজ থাকায় এবার তিনি আসতে পারছেন না। মেসির বার্সেলোনায় ফেরা সব সময় আবেগের। সেই কিশোর বয়সে এই ক্লাবে এসে ইউরোপ জয় করেছিলেন তিনি।
All Rights Reserved ©2024