শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোদের সমাজ

কবিঃ শাহীন আহমদ

মোদের সমাজ ভরে গেছে
মুর্খ লোকের দলে,
তাদের অন্যায় কাজ দেখে
উটে শরীর জ্বলে।

টাকার জোরে বসে আছে
হয়ে সমাজ পতি,
জ্ঞানহীন মানুষদের দ্বারা
সমাজের হয় ক্ষতি।

স্বার্থের উপর আঘাত হলে
চিনে না আপন পর,
বিচার সালিশ বুঝে না কিছু
নাম দিয়েছে মাতব্বর।

পাশের মানুষ দূর্বল হলেই
দেখায় গায়ের জোর,
সমাজ বাঁচাতে এদের কে
করতে হবে দূর।

সৎ মানুষদের আসতে হবে
সমাজ চালাতে,
হিংসা বিদ্বেষ ভুলে সবাই
থাকবো একসাথে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024