
আমাদের মোবাইল ফোনে এমন অনেক ছবি এবং ভিডিও থাকে যেগুলো অন্য কেউ দেখুক সেটি আমরা চাই না। এদিকে ফোন নিয়ে গ্যালারি খুললেই সেই সব ছবি একেবারে চোখের সামনে চলে আসবে। তাই অনেকেই এসব ছবি-ভিডিও কীভাবে গোপন রাখবেন তা নিয়ে দুঃশ্চিন্তায় থাকেন।
তবে উপায় জানা থাকলে আপনি সহজেই আপনার পছন্দমতো ছবি-ভিডিও অন্যদের চোখের আড়ালে রাখতে পারবেন। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-
ব্যক্তিগত ছবি সুরক্ষিত রাখতে গুগল অনেক আগেই “গুগল ফটোস” নামে একটি ফিচার এনেছে। এটি এক ধরেনের “লকড ফোল্ডার” যা আপনি ছাড়া কেউ খুলতেই পারবে না।
নিজের ব্যক্তিগত যেসব ছবি বা ভিডিও আপনি অন্যদের থেকে গোপন রাখতে চান, সেইসব নিশ্চিন্তে এই ফোল্ডারে রাখতে পারেন। এই ফোল্ডার খুলতে গেলেই পাসকোড দিতে হবে। অনুমতি ছাড়া ফোল্ডার খোলাই যাবে না।
ফোল্ডার যেভাবে সেটআপ করবেন
- প্রথমে আপনার মোবাইল ফোনে গুগল ফটোস অ্যাপ ইনস্টল করুন
- তারপর লাইব্রেরি অপশনে গিয়ে “লকড” অপশনে ক্লিক করুন
- এবার ফোল্ডার তৈরি করুন
- নিজের ফোনের লক স্ক্রিন পিন অথবা প্যাটার্ন দিয়ে দিন। চাইলে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আনলকের মাধ্যমেও এই কাজ করতে পারবেন।
এক্ষেত্রে ফোনের স্ক্রিন লক এবং গুগলের লক ফোল্ডারের প্যাটার্ন/পিন একই থাকবে। আলাদা পিন বা পাসওয়ার্ড কিন্তু সেট করা যাবে না।
ছবি-ভিডিওর ব্যাকআপ রাখুন
গুগল ফটোসে ছবি-ভিডিওর ব্যাকআপ নিয়ে রাখা জরুরি। চাইলে অটোমেটিক ব্যাকআপ করতে পারবেন। তার জন্য গুগল অ্যাকাউন্ট দিয়ে গুগল ফটোসে সাইন ইন করুন। তারপর প্রোফাইল অপশনে গিয়ে ক্লিক করুন। সেখানে ফোনের পাসওয়ার্ড বা পিন দিতে হবে। এবার ব্যাকআপ অপশনে গিয়ে সেটা অন বা অফ করে রাখতে পারেন। যদি অন করে রাখেন, তাহলে আপনার সমস্ত ছবি ও ভিডিওর ব্যাকআপ আপনার জিমেইল অ্যাকাউন্টে জমা থাকবে।