শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

জনসচেতনতার অভাবে প্রতিদিন দুর্ঘটনা বেড়েই যাচ্ছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হোসেনপুর এলাকায় ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আটজন।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে দুই শিশু ও তিন পুরুষ রয়েছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনটি ভাটেরা স্টেশনে প্রবেশের আগে হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে লেভেল ক্রসিংয়ে ওই মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু এবং আহত হন আটজন।

তবে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে দুর্ঘটনার একঘণ্টা পর কুলাউড়া থেকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন ওই মাইক্রোবাসটি সরালে ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১