সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যের পার্লামেন্টে যেতে পারবেন না চীনা রাষ্ট্রদূত

বিবিসি জানিয়েছে, বুধবার একটি সর্বদলীয় সংবর্ধনায় যোগ দেওয়ার কথা ছিল ঝেং জেগুয়াংয়ের। কিন্তু তার যোগদান নিয়ে বিক্ষোভের পর কমন্স স্পিকার স্যার লিন্ডসে হোয়েল এবং লর্ড স্পিকার লর্ড ম্যাকফাল অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করেন।

কিন্তু এ নিয়ে প্রতিবাদের পর চীনা রাষ্ট্রদূতকে বলা হয়, যতদিন পর্যন্ত ব্রিটিশ কমন্স ও লর্ডসভার সদস্যদের ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা থাকবে ততদিন তিনি যেন পার্লামেন্ট ভবনে না আসেন। চীনের দূতাবাস বলেছে, এটা এক ‘কাপুরুষোচিত’ সিদ্ধান্ত যা দুদেশেরই স্বার্থহানি ঘটাবে।

হোয়েল বলেন, তিনি চীনা রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে বহিষ্কার করতে যাচ্ছেন না। যতদিন আইনপ্রণেতাদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে, ততদিন এই নিষেধাজ্ঞা থাকবে।

জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসিলমদের ওপর সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাজ্য প্রথমবারের মতো চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলে দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। চীন সঙ্গে সঙ্গেই এর জবাবে ৫ ব্রিটিশ এমপিসহ আরও ২ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞার কবলে পড়া এই ব্রিটিশ এমপিরা হলেন, ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ইয়ান ডানকান স্মিথ, টম তুগেন্দাত, নুসরাত গণি, নীল ও’ব্রায়ান এবং টিম লাফটন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১