সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যে টানা তৃতীয় দিন আক্রান্তের রেকর্ড

যুক্তরাজ্যে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছে। শুক্রবার দেশটিতে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড রোগী শনাক্ত হয়েছে।

এদিন যুক্তরাজ্যে ৯৩ হাজার ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার আক্রান্ত হয় ৮৮ হাজার ৩৭৬ জন। এর আগে বুধবার শনাক্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬১০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১১১ জনের। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।

ব্রিটেনে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত শনাক্ত হওয়ার পর নানা বিধিনিষেধ আরোপ করা হয়।

ওমিক্রন নিয়ে তাই আতঙ্কে বরিস জনসনের সরকার। সামনেই বড়দিনের উৎসব। এ অবস্থায় কড়াকড়ি বাড়াচ্ছে প্রশাসন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১