রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির মনটানা অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি শিকাগো থেকে সিয়াটলের উদ্দেশে রওনা হয়েছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ট্রেনটিতে ১৪১ জন যাত্রী ছিলেন। ক্রু ছিলেন ১৩ জন। সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীরা বগির ভেতরে আটকে পড়েন। দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত করে জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

মন্টানার চেস্টারের স্বেচ্ছাসেবক ফায়ার বিভাগের প্রধান ডেভ ঘেকিয়ার বলেন, কমপক্ষে ১৫ জন লোক হাসপাতালে ভর্তি আছেন। তার কর্মীরা ট্রেনের গাড়ির ভিতরে আটকে থাকা লোকদের উদ্ধার করেছে এবং তিনি বিশ্বাস করেন যে এখনও কেউ ভিতরে নেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024