যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এক সংবাদ সম্মেলনে, বোইসের পুলিশ প্রধান রায়ান লি বলেন, “স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে বোয়েস টাউন স্কয়ারের শপিং মলে এ ঘটনা ঘটে। ৯১১ নম্বরে ফোন করে অভিযোগকারী হামলাকারীর যে বর্ণনা দিয়েছিলেন, সে রকম এক ব্যক্তির সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। সে সময় গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মকর্তা। মলটি আইডাহোর বৃহত্তম শহরে অবস্থিত এবং এটি শহরের বৃহত্তম মল।”
তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এবং তদন্তকারীরা বিশ্বাস করেন যে সেখানে শুধুমাত্র একজন বন্দুকধারী ছিলো।
আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল সোমবার বিকেলে একটি টুইটে গুলিকে “অকল্পনীয়” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “বোয়েস টাউন স্কয়ার মলে আজকের অকল্পনীয় গুলিতে আহতরা আমার প্রার্থনায় রয়েছেন। আইডাহো রাজ্য বোয়েস পুলিশ বিভাগকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।”