আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ৩৫ মিলিয়ন দিরহামের বিগ টিকেট ড্র জিতলেন আল আইন শহরের বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রেফুল। গত মঙ্গলবার খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে। তিনি আবুধাবি বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের মেগা র্যাফেল ড্রতে এই বিপুল পরিমাণ অর্থ জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৮ কোটি টাকা।
আল আইন প্রবাসী রেফুল লটারী জেতার পর কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও ফোনে তাকে পাচ্ছিলেন না। পরে যখন তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয় তখন তিনি লটারি জেতার আনন্দে আত্মহারা হয়ে যান। রেফুল বলেন, লটারি জিততে পারবেন কখনো ভাবেননি। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন তা তিনি এখনো ঠিক করেননি। তিনি ১০ ডিসেম্বর এই লটারি টিকেট কিনেছিলেন। রেফুল পেশায় একজন পিকআপ চালক। ১২ বছর ধরে তিনি আমিরাতে বসবাস করছেন এবং ৯ বছর ধরে ডিউটি ফ্রি শপের টিকেট কিনছেন।