আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের ঐতিহ্যবাহী ক্যামডেন বাংলা স্কুলের উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশী শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গত ২৬ শে ফেব্রুয়ারী স্থানীয় টানেট হলে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে অভিভাবকরা তাদের ঘরে তৈরী নানা ধরনের পিঠা ও দেশীয় খাবার পরিবেশন করেন।
প্রতিযোগীতা শেষে শহীদদের স্মরনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেসমিন বেগম,ওয়াহিদ আহমদ,ফারুক আহমদ,কাজী শহীদ আহমদ,রেবেকা বেগম,সাবিহা বেগম ও সাংবাদিক ফখরুল ইসলাম খছরু প্রমুখ।