শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাখ টাকা নিয়ে পালাল বানর!

নগদ দু’লক্ষ টাকা ছিনতাই করে পালালো এক বানর। গত ৩০ সেপ্টেম্বর ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি আরো দুইজনকে নিয়ে অটোতে করে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোটি কাতব ঘাট এলাকায় পৌঁছলে যানজটে আটকা পড়ে। এই সময় মোহাম্মদ আলী এবং তার সঙ্গে থাকা দুই যাত্রী অটো থেকে নামতেই বানরটি এই কাণ্ড ঘটায়।

গাছে উঠে বানরটি তোয়ালে ঝাড়ার পর সব টাকা নিচে রাস্তায় ছড়িয়ে পড়ে। আলী অনেক চেষ্টা করে ৫৬ হাজার রুপি সংগ্রহ করতে পারেন। বাকি ৪৪ হাজার রুপি আর খুঁজে পাননি তিনি।

মাজহলি থানার ইনচার্জ শচীন সিং জানান, ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এ কারণে বাকি টাকাগুলো কে চুরি করেছে তা শনাক্ত করা যায়নি।

ঘটনার সঙ্গে বানর জড়িত থাকায় পুলিশ কোন ধারায় মামলা ঠুকবেন তা বুঝে উঠতে পারছে না। শুধু লিখে রেখেছেন তারা। পুলিশের বর্ণনায়, ওই এলাকায় অনেক বানর রয়েছে। পথচারীরা তাদের খাবার দেয়। মাঝেমধ্যে বানররা গাড়ির মধ্যেও ঢুকে পড়ে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১