শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘লাগে উরা ধুরা’ এখন বিশ্বসেরা গানের তালিকায়

‘তুফান’ সিনেমার সাফল্যের শেষ নেই। ছবিটি প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। অন্যদিকে ইউটিউবে রাজত্ব করছে ছবিটির গানগুলো। এবার এ ছবির ‘লাগে উরাধুরা’গানটি উঠে এলো বিশ্ব সেরা গানের তালিকায়। অর্থাৎ ইউটিউবে বিশ্বব্যাপী সেরা ১০০ গানের তালিকার প্রথম ৪-এ ‘লাগে উরা ধুরা’ গানটি।

মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই আলোচিত গান ‘একপ্রেসো’, ও ‘প্লিজ প্লিজ প্লিজ’-কে ছাড়িয়ে গেছে ঢাকার গানটি। এ দুই গান রয়েছে যথাক্রমে পঞ্চম ও সপ্তম অবস্থানে। তালিকার শীর্ষে রয়েছে ব্ল্যাকপিংক তারকা লিসার ‘রকস্টার’।

গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন, এবং মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গানটিতে পারফরম করেছেন মিমি চক্রবর্তী।

কোরবানি ঈদের দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। বর্তমানে চলছে ১৬ দেশে। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০