শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

লুথার কিং এর জন্মদিন

কবিঃ শাহী সবুর

১৯২৯ সালের ১৫ই জানুয়ারী
লুথার কিং এর জন্মদিন আমরা জানতে পারি।
অসামান্য প্রতিভাতে জন্মেছিলেন যিনি,
সাফল্যতার স্বপ্ন দেখতে শিখিয়েছেন তিনি।
তিনি প্রথম বলেছিলেন স্বপ্ন দেখতে শেখ,
স্বপ্ন সুখের আশা নিয়ে বিশ্বটাকে দেখ।
লুথার কিং এর স্বপ্ন ছিল আমরা মানুষ জাতি,
বর্ণ প্রথা ভুলবো আমরা সবাই সবার জ্ঞাতি।
বৈষম্যতা ভুলে গিয়ে প্রকৃতিকে নিয়ে,
সুন্দর জীবন গড়ে তুলবো মানবতা দিয়ে।
শেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ সে বড় কথা নয়,
মানবতা দিয়ে আমরা বিশ্ব করবো জয়।
লুথার কিং এর ভাষন শুনে জাগে সবার বোধ,
হিংস্রতায় নিবনা কেউ কঠিন প্রতিশোধ।
শেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গরা মিলে পরস্পরে,
শান্তি সুখের জোয়ার আনে সবাই সবার ঘরে।
বিশ্ব মাঝে লুথার কিং এর সেই ভাষনের বাণী,
খুলে দিল মানব জাতির বোধের দুয়ারখানি।
লুথার কিং এর কাছে আছে মানব জাতির ঋণ,
আজকে হল লুথার কিং এর শুভ জন্মদিন।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১