শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শরম

কবিঃ হ ম আজাদ

রুই কাতলা লুকিয়ে আছে
বোয়াল রয়েছে ঘরে,
পুটিমাছ যে আসছে তেড়ে
দাঁত খিটমিট করে।

শিং মাগুর পাবদা টেংরা
ভয়ে থরথর কাপে,
অন্য সবাই ইজ্জত নিয়া
চুপিসারে রাস্তা মাপে।

আমড়া গাছের ঢেঁকি দেখি
বুক ফুলিয়েই চলে,
চাল চলনে জৌলুশ কতো
ভাব নিয়ে কথা বলে।

দু’দিনের এই শক্তিবলে
বাজার রাখো গরম,
সময় শেষে আপনমনে
পাইবে তুমি শরম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১