কবিঃ আফিয়া বেগম শিরি
প্রান দিয়ে ভাষার জন্য
একুশ দিলাম এনে
চির নিদ্রায় শুয়ে আজ
ভাবি মনে মনে ##
একুশ এলেই কি শুধু
বাগানে ফুল ফোটে ?
গোটা কয়েক ফুলের তোড়া
মোদের ভাগ্যে জোটে ##
ফুল দেবে ভালো কথা
জানাবে সম্মান
যত্র তত্র ফেলে তারে
করো না অসম্মান ##
যখন দেখি ফুলের তোড়া
দাও হাসি মুখে
ভিড়ের ঠ্যালা ধাক্কাধাক্কি
চোট লাগে মোদের বুকে ##
ফটো সেশন নিয়ে সবাই
যখন দেখি ব্যস্ত
মনে হয় না অনুতপ্ত কেউ
সবার মনটা সুস্হ ##
ফুল দেয়ার হিড়িক পড়ে
আজকের এই দিনে
কতো টাকার ফুল এনেছো
বলো তো দেখি কিনে? ##
শহীদ মিনার প্রাঙ্গনে
ফুলের রাশি রাশি
রাত পোহালেই সবগুলো
হয়ে যাচ্ছে বাসি ##
শ্রদ্ধা জ্ঞাপন করবে সবাই
বেশ তো ভালো কথা
একবারও কি বুঝতে পেরেছো
মোদের মনের ব্যথা ##
শত শত মা ভাই বোন
এসেছি রেখে ঘরে
না খেয়ে যাচ্ছে মারা
ঘুরছে দ্বারে দ্বারে ##
দু’ মুটো ভাত যদি পায়
খেতে পেট পুরে
শান্তি পাবে আত্না মোদের
খুঁজো যদি তারে ##
একটু নজর রেখো তোরা
সেই অসহায়দের প্রতি
আজকের দিনে তোমাদের তরে
শুধু এই মিনতি ##