বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাকিবের সিনেমায় নাচলেন টালিউডের নুসরাত

ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। আর দেশে ফিরেই একঝাঁক তারকা শিল্পীদের সঙ্গে উপভোগ করেছেন নায়কের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’।

এদিকে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন টালিউডের অভিনেত্রী ইধিকা পাল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন তারা। আগামী মাসে শুরু হবে সিনেমার দ্বিতীয় লটের কাজ।

এর মধ্যে নতুন খবর, এই সিনেমায় থাকছেন টালিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী, তিনি নুসরাত জাহান। তাকে পাওয়া যাবে আইটেম গানে। ইতিমধ্যেই মুম্বাইয়ে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তথ্যটি সামনে এনেছেন নুসরাত নিজেই।

নায়িকার কথায়, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।’

এর আগে, যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নুসরাত জাহান।

ক’দিন আগেই শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’র দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। আর সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত ‘দরদ’। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। যেখানে শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১