আন্তর্জাতিক ডেস্কঃ সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর সেখানে শ্রদ্ধা জানাতে যান বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে মোনাজাত করে লতাকে বিদায় জানান শাহরুখ। তবে নতুন বিতর্ক শুরু হয় মরদেহের সামনে তাঁর মাস্ক খোলায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
তবে এই ইস্যুতে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শাহরুকের এই ইস্যু নিয়ে টুইটও করেন তিনি। তসলিমা টুইটারে বলেন, ‘শাহরুখ খান থুথু ছেটাননি, সুরা পড়ে ফুঁ দিয়েছেন। মুসলিমরা এটি শুভ কামনা জানাতে করে থাকে। মুসলমানরা হিন্দুদের জন্য প্রার্থনা করে, হিন্দুরা মুসলমানদের জন্য প্রার্থনা করে। এটি একটি মিশ্র সমাজে বসবাসের মানবিক উপায়।’
তিনি বলেন, ‘লতা মঙ্গেশকরের মরদেহর পাশে দাঁড়িয়ে মুসলমান আল্লাহর কাছে, হিন্দু ভগবানের কাছে, খ্রিস্টান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। বলিউডের জনপ্রিয় হিরো শাহরুখ খান দুই হাত তুলে মোনাজাত করে লতাজির গায়ে ফুঁ দিয়েছেন, এটি দেখে কিছু হিন্দু মনে করেছে লতাজির মুখে থুতু ছিটিয়েছেন শাহরুখ খান। এ নিয়ে তুমুল হৈ চৈ শুরু হলো সোশ্যাল মিডিয়ায়। আমি লক্ষ্য করেছি ভারতের অনেক মুসলিম হিন্দুর ধর্মীয় রীতিনীতি অনেকটা জানলেও সব হিন্দুই মুসলিমদের সব রীতিনীতি জানে না। বাংলাদেশেও দেখেছি, হিন্দু যতটা জানে মুসলমান সম্পর্কে, মুসলমান ততটা হিন্দু সম্পর্কে জানে না। অজ্ঞানতাই মানুষকে অনেক সময় অসহিষ্ণু করে।’