কবিঃ পত্রলেখা ঘোষ
ক্লান্ত
শিশু মন
করিছে ক্রন্দন
প্রত্যাশার মহাচাপে।
অভিভাবকের মূল দাবী
সফল হতেই হবে জীবনেতে-
তা সে যেকোনো উপায়েই হোক না কেন!
চাকরি তো সোনার হরিণ আজকের দিনে,
অসৎ পথ অবলম্বিত হলে তায় ক্ষতি নেই-
জীবনের সুখৈশ্বর্য্য করায়ত্ত করতেই হবে তাকে।
ছোট থেকে অঢেল পেয়েছে সে অভিভাবকের কাছে,
বিনিময়ে সফলতা উপহার দিতে হবে তাকে।
যে সফল হয় সেই তো ধরাতে সম্মানীত,
রাবণ বিজয়ী হলে সেই হতো রাজা।
পরাজিত নিন্দিত,সম্মানহীন
বিজয়ের আনন্দবঞ্চিত
পরিবারেও লাঞ্ছিত।
পরাজয় ভীতি
গ্রাস করে
আজ।