রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতের পদাবলী

কবিঃ এস.আই. জনি

হিম শীতল হাওয়া নিয়ে
ছুটে আসে শীত বুড়ি ,
লেপ কাঁথা গায়ে দিয়ে
খায় কেউ গুড়-মুড়ি ।

শীতকালে গরীব লোকের
হয় ভয়ানক কষ্ট ,
শেষ নাই তাদের শোকের
জনজীবন বিনষ্ট ।

হাড়কাঁপানো শীতের চাপে
অনেকে মরে বস্তিতে ,
অন্যদিকে ধনী লোক থাকে
কম্বল গায়ে স্বস্তিতে ।

শীতের দিনে দুর্দশা স্পষ্ট
চোখে পড়ে সবখানে ,
দুস্থ লোকের শীতের কষ্ট
সয়না আমার প্রাণে ।

আমার একটা অনুরোধ
সকলের কাছে ভাই ,
জাগ্রত হোক বিবেকবোধ
বিনীত দাবী জানাই ।

যার যেরকম সাধ্য আছে
এগিয়ে আসুন সবে ,
উদার মনে দাড়ান পাশে
অবশ্যই সুখী হবে ।

শীতবস্ত্র বিতরণ করে
দুস্থের কষ্ট ঘোচান ,
গভীর মায়া মমতা ভরে
হৃদয়মাঝে পৌঁছান ।

ভালো কাজে ভূমিকা রাখবো
দুর্নাম হয়না যেনো ,
আমরা শীতে ভালো থাকবো
অন্যে থাকবেনা কেনো ?

এস.আই. জনি ধ্যানমগ্ন
কিভাবে শোধাবে ঋণ ?
কবে আসবে সুখের লগ্ন
ভাবে সদা রাত্রিদিন ।

ভালোমন্দ মিলিয়ে সবাই
এভাবেই পথ চলি ,
মিলেমিশে একসুরে গাই
শীতের এ পদাবলী।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024