কবিঃ দেবাশীষ মৃধা
ভোরের সূর্য হেসে হেসে বল্লো,
চোখ খোলো,
সকালের ঝিরিঝিরি বাতাস বল্লো,
আঁখি মেলো,
ব্যস্ত ব্যকুল পাখিরা সুরে সুরে বল্লো,
মুখ তোলো,
নীল আকাশ ডেকে ডেকে বল্লো
এসো, আমার ছায়ায় এসো,
এবার দেখো, চেয়ে দেখো,
অনিন্দ্য সুন্দর ফুল ও ফল
মেঘ, নদী, পাহাড় আর
ধীরে ধীরে বয়ে যাওয়া জল,
বাতাসের সুরে সুরে নেচে যাওয়া অরণ্য
হে সুন্দর, এ সবই শুধু
তোমারই জন্য, তোমারই জন্য।