
কবিঃ আবুল হাশেম
তুমি বাঙালির গর্ব
তুমি বাঙালির অহংকার
তুমি বঙ্গবন্ধু তুমি শেখ মুজিবুর রহমান।
ইতিহাসের পাতা থেকে
যারা মুছে দিতে চেয়ে ছিলো তোমার নাম
আজ তারা হারিয়ে গেছে কালের স্রোত
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
সারা দুনিয়া জানে সারা বিশ্ব চেনে তোমাকে।
তোমার সাহসী কন্ঠের ডাকে
পেয়েছি স্বাধীনতা তুমি বাঙালির শ্রেষ্ঠ নেতা।
অন্যায়ের কাছে কখনো নতো করো নি মাথা
তুমি বাঙালি জাতির পিতা।
৭ ই মার্চ তুমি দিয়ে ছিলে স্বাধীনতার ঘোষণা
তুমি বাঙালির মহান নেতা।
তুমি না জন্ম নিলে বাংলা পেতো না স্বাধীনতা
তুমি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ নেতা।
তোমার জন্ম হয়েছিল বলেই
বাংলা পেয়েছে স্বাধীনতা।
বঙ্গবন্ধু তুমিই প্রিয় নেতা।
বাংলা বাঙালি যতো দিন আছে
ততো দিন রবে তোমার স্মৃতি কথা।
তুমি বঙ্গবন্ধু তুমি শেখ মুজিবুর রহমান
কেমন করে ভুলবে বাঙালি তোমার অবদান?
বিশ্বে কয়টা দেশ আছে?
বাঙালির মতো যুদ্ধ করে এনেছে স্বাধীনতা।
তুমি বিশ্বের সবচেয়ে সাহসী নেতা।
তোমার মতো বলিষ্ঠ কন্ঠের নেতা
আজ তোমার শুভ জন্ম দিন
তোমার জন্ম দিনে তোমারে স্মরণ করি নেতা।
শুভ জন্ম দিন বঙ্গবন্ধু
শুভ জন্ম দিন বাঙালি জাতির পিতা।