
বরিশাল-২ আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী রাশেদ খান মেনন। বিগত তিনটি নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মহাজোটের হয়ে জিতে আসছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এ নেতা। এবার জোট থেকে তাকে ভোট করতে পাঠানো হয় জন্মস্থান বরিশাল-৩ আসনের অধীন বাবুগঞ্জ উপজেলায়।
রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেননের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন শের-ই-বাংলা একে ফজলুল হকের নাতি এ.কে ফাইয়াজুল হক।
এ আসন থেকে কৃষক-শ্রমিক-জনতা লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।