মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ অনুরোধ

অবসাদ শরীর, নিরাশ মন, একাকী হাসপাতালের বিছানায়,
কত কথা, কত স্মৃতি ভেসে বেড়ায় অশ্রুসজল চোখের পাতায়।

মনে পড়ে আজ ফেলে আসা
অতীতের কথা
ব্যস্তময় জীবনের যত হাসি, কান্না
যত আনন্দ, ব্যাথা।

কতই না সুন্দর জীবন ছিল পরিবারের মাঝে মিশে থাকা।
আজ কোথায় আমার পরিবার হাসপাতলে আমি যে বড় একা।

মনে পড়ে পরিবারের সাথে কাটানো সেদিনের কথা
একটু অসুখ হলেই আমাকে নিয়ে বিচলিত তাদের কত চিন্তা কত ব্যস্ততা।

আজ আমি এতকালের পরিবারকে ছাড়া,
হাসপাতালের বিছানায় শুয়ে আছি একা হয়ে দিশেহারা।

সারা জীবনের সঞ্চয় আমার, স্ত্রী পুত্র পরিবার,
জীবনের শেষ মুহূর্ত কাটাচ্ছি একা,
কেউ নেই আজ সাথে আমার।

কত চেনা মুখ কত প্রিয়জন,
নিরুপায় দূরে বসে, অশ্রু ঝরাচ্ছে
আমার সব আত্মীয়-স্বজন,

জন্মিলে মরিতে হবে একদিন সে কথাটি
সবারই জানা
তবে জীবনের শেষ মুহূর্ত একা কাটাতে হবে, এটা ছিল আমার অজানা।

ডাক্তারা করছেনা চেষ্টার কোন ত্রুটি আমাকে বাঁচাবার,
আমি শুধু শুনতে পাচ্ছি পদধ্বনি মৃত্যুর ফেরেশতার।

করোনার কাছে নিরুপায় আমরা কিছুই নেই আজ করার,
দোয়াতে আমায় স্মরণ রেখো এটাই শেষ অনুরোধ আমার।

(করোনার কারণে জীবনের শেষ মুহূর্ত হাসপাতালের বিছানায় একা কাটাতে হয়। খুব কাছে থেকে দেখা এমনি একটি সত্যি ঘটনার অবলম্বনে এই কবিতাটি লেখার চেষ্টা করেছি)

               কবিঃ মরিয়ম চৌধুরী (যুক্তরাজ্য)

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১