মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সত্যের অপলাপ

কবিঃ ডাঃ অজয় রায়

সত্যতার অপলাপ ভ্রষ্টাচার তুল্য ;
পরিস্ফুট করে তার মিথ্যা সন্তরণ ;
বিবেক দহন-জ্বালা মূর্ত অনুক্ষণ ;
প্রবঞ্চক নামাঙ্কিত,দেয় সমমূল্য।
নিন্দাবাক্যে কর্ণহীন (অশ্রুতকথন);
নিম্নতর অন্তর্দৃষ্টি তমসা নিবদ্ধ।
সত্যছেড়ে ভ্রান্তপথে বক্রতা চলন;
চেতনার প্রশ্নবাণে সর্বদা নিঃশব্দ।

সত্যসনে নিত্যস্থিতি মনুষ্যত্বদ্বার;
মিথ্যাসখ্য তীর্থক্ষেত্র আত্মবঞ্চনার ;
চরিত্রের বিশীর্ণত্ব সত্য অপলাপ।
নিন্দাবাক্যে আনুকূল্য,চিত্তদীপ্তিযজ্ঞে;
আত্মশুদ্ধি পরঞ্জয়,হিত আনে অজ্ঞে;
অসংগত বাক্যবাণ সৃষ্ট অভিশাপ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১