কবিঃ রাসেল আহমেদ সাগর
আমার অজস্র কবিতার
নায়িকা ছিলে তুমি,
মনের চোখ দিয়ে তোমাকে দেখতাম
তাই ছন্দ খোঁজে পেতাম আমি।
বাস্তবে তুমি আমার নয়
কল্পনায় ছিলে সারাক্ষণ,
তবুও তোমাকে গিরে আমার রোজ
ছিলো কতো শত আয়োজন।
ঘুম ভাঙতেই দেখি সব মিথ্যা স্বপ্ন
আঁখি কোনে জল,
কে যেনো বলছে আমায় পৃথিবীটা স্বার্থপর
বাঁচতে হলে একলা একা চল।
বানোয়াট স্বপ্ন বিভোর করে রেখেছিল আমায়
ইচ্ছা অনিচ্ছায় করেছি কত আলিঙ্গন,
বুঝিনি মিথ্যা ছিলো সব অভিনয়
তুমি কখনো ছিলেননা আপন।
নিষ্পাপ চেহারা মায়াবী কথার জাদুকর
মুখোশ টা থাকে সদায় লোকের অগোচর,
চাহিদার কারণে করো আপন
নিমিষেই আবার করে দাও পর।
মন ভুলানো অভিনয়ে সেরা অভিনেত্রী
ভালো মন্দ না বুঝে হৃদয়টা হয়ে ছিলো অন্ধ ,
ঘুম ভাঙতেই নাকে লাগে বিরহ আগুনে
কলিজা পুড়া গন্ধ।
ইতিহাস সাক্ষী মীরজাফরের হয়েছে কি হাল
তেমনি হবে তোমার দেখবে লোক,
অঝোর ধারায় কাঁদবে তখন
ধিক্কার দেবে সবাই শান্তি পাবে এই বুক।
স্বপ্নটাকে দিলাম ছুটি
তুমি ও হলে মুক্ত স্বাধীন,
চল-চাতুরী আর শর্তের ভেরাজালে
আমি ও নেই পরাধীন।
আবেগ শেষে খুব সহজে
সম্পর্ক টা করতে পারো ইতি,
হয়তো দেখবোনা তোমার আর্তনাদ কাঁদবে ঠিকই তুমি
আমিও দিলাম এখানেই আমার স্বপ্নের সমাপ্তি ।