কবিঃ কল্পনা দাস সবুজের ক্ষেত হলুদ হলো সরষে ফুলে ফুলে মৌমাছিরা মধু খেতে যাচ্ছে হেলে দুলে।
শীত সকালে শিশির পড়ে দিচ্ছে সরষে ধুয়ে প্রকৃতির এই অপরূপ রূপ দেখি মুগ্ধ হয়ে।
হলুদ সরষে ফুল দেখে হায় ফাগুন আসে মনে প্রকৃতিরই প্রেমে পড়ি আমি প্রতি ক্ষণে।
All Rights Reserved ©2024