রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাকিব দেশের হয়ে খেলে যাবেন

রাওয়ালপিন্ডি টেস্ট খেলা চলাকলীন ঢাকায় একটি হত্যা মামলায় জড়িয়ে পড়ে সাকিব আল হাসানের নাম। এরপর জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠানো হয় বিসিবিতে। এই অবস্থায় প্রশ্ন ওঠে সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে। সাকিব এ সবের মধ্যেই খেলে গেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। এবং দলের জয়ে অবদান রেখেছেন। মাঝে বিসিবির নতুন সভাপতি জানিয়েছিলেন, খেলা চলাকলীন তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। ম্যাচের পর দেখা যাবে। রাওয়ালপিন্ডি টেস্ট শেষের দুদিন পর ফারুক আহমেদ দেশ রূপান্তরকে বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যে উকিল নোটিশ এসেছিল, তার জবাবেও এটাই বলেছি।’ বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’ বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ফারুক, ‘ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার। প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তাও দেব।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024