দুর্গাপুজো ও তার পরবর্তী সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মিশিগানে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী রোববার (৩১ অক্টোবর) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ডেট্রয়েট দুর্গা টেম্পল। ওইদিন বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জোসেফ ক্যাম্পাউ এভিনিউস্থ হ্যামট্রাম্যাক টাউন সেন্টারে (নতুন আল- হারামাইন স্টোরের সামনে) এ কর্মসূচি চলবে। বাংলাদেশের নির্যাতিত সনাতনী সম্প্রদায়ের পক্ষে এবং ন্যায়বিচারের দাবিতে সকলকে এই কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য ডেট্রয়েট দুর্গা টেম্পলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।