মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সালাউদ্দিন-সাঈদীসহ একাধিক ব্যক্তিকে স্মরণ নিয়ে শাহবাগীদের ক্ষোভ

আন্দোলনের মুখে পদত্যাগ করে স্বৈরাচার হাসিনার পলায়নের দিন সালাউদ্দিন কাদের চৌধুরী ও দেলোয়ার হোসেন সাঈদীসহ একাধিক ব্যক্তিকে স্মরণ করায় বিক্ষোভ করেছে ঢাবির কথিত শাহবাগপন্থী শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ছবি খুলে নিয়ে যায় প্রক্টর অফিস।

 

জুলাই অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবিরের ঢাবি শাখা।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘হেরে গেছে স্বৈরাচার, ৭১’র হারেনি’, হেরে গেছে হাসিনা, ৭১’র হারেনি’, হেরে যাবে স্বৈরাচার,’ ‘২৪ হারবে না,’ ‘বাংলাদেশের শত্রু তারা, একাত্তরের শত্রু যারা’।

যাদের ছবি নিয়ে বিতর্ক তারা হলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও দেলোয়ার হোসেন সাঈদীসহ একাধিক ব্যক্তি।

 

আর টিএসসির সবুজ চত্বরে তৈরি করা হয়েছে প্রতীকী গণভবন, যার নাম দেওয়া হয়েছে ‘ফতেহ গণভবন’। নির্মাণ করা হয়েছে ‘৩৬ জুলাই এক্সপ্রেস’।

এ ছাড়া জুলাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ছবি ও স্লোগান দিয়ে তৈরি করা হয়েছে প্রদর্শনী। যেখানে দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, শহীদ আবু সাঈদসহ শহীদদের ছবি। আরো রয়েছে শেখা হাসিনা, বিচারপতি মানিক মিয়া, জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক স্বৈরাচারী সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ব্যাঙ্গাত্মক ছবি।

শেয়ার করুনঃ