সিলেটের বিভিন্ন সামাজিক সংঘটনে কাজ করার পাশাপাশি রক্তযোদ্ধা হিসাবে পরিচিত সালাউদ্দিন বিজয়ের লেখা একটি গল্পকে ভিত্তি করে নাট্য রচনা করেছে মাসুম শাহরিয়ার।
আর সে নাটকে অভিনয় করেছেন বিভিন্ন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। নাটকের নাম ‘সন্ধ্যা নামার আগে’। পরিচালনা করছেন আলম আনোয়ার।
রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের কাজ হয়েছে। এতে তার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন তৌসিফ মাহবুব। পর্দায় ভাইবোন হয়েই দেখা দেবেন তারা। এতে মৌসুমী-তৌসিফ ছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান।
নাটকটি দেখা যাবে আরটিভির পর্দায়। সামাজিক কর্মমুখী এ নাটকটি সবাইকে দেখার আমন্ত্রন জানালেন পরিচালক আলম আনোয়ার ও গল্পের লেখক সালাউদ্দিন বিজয়।
শিব্বির আহমদ—মিশিগান প্রতিদিন