বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে একদল তরুণ। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। আজসোমবার সকাল ৭টায় নগরের দরগাহ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মিছিল হলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ২০ জনের মতো তরুণ অংশ নেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো। দরগাহ গেইট থেকে মিছিল শুরু করে চৌহাট্টা আসার আগেই ব্যনার গুটিয়ে পালিয়ে যান মিছিলকারীরা। স্লোগান শুনে মিছিলটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বলে মনে হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলটির ছবি ও ভিডিও চিত্রে ছাত্রলীগের পদধারী বা পরিচিত কোনো নেতাকে দেখা যায়নি।

মিছিলকারীরা হাতে একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। ব্যানারে লেখা ছিল, ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘অবৈধ আইসিটি কোর্ট জনগণ মানে না’।

তবে এমন মিছিলের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, ‘এ রকম কোন মিছিলের কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১