সিলেট-তামাবিল মহাসড়কের জাফলংয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাঁদপুর সদর এলাকার মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী ও সোহেল আহমদ। তাৎক্ষণিকভাবে সোহেলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে করে জাফলং ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে রওনা দেন। গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান। সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ট্রাকচাপায় দুই পর্যটকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।