
সিলেট-ঢাকা মহাসড়কের চকের বাজার নামক স্থানে আজ সকাল আনুমানিক নয়টার দিকে সওজ এর লোকেরা অল্প ভাঙ্গা অংশকে বড় গর্ত করে চলে যায়।
পিকআপ চালক শফিক মিয়া বলেন- চকের বাজার নামক স্থানে আসার পর আমার গাড়ীটির সামনের চাকাটি গর্তে পড়ে যায়। অল্পের জন্য আমি বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পাই।
শেরপুরগ্রামী ট্রাক চালক মুজিবুর রহমান এই প্রতিবেদক এর ছবি তুলা দেখে ট্রাক থামিয়ে বলেন- ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় খানা-খন্দের কারণে দিন দিন যানবাহন চলাচলে বাড়ছে দুর্ভোগ। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে দিন দিন দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, অনেক সময় সওজ এর লোকের ভুলের কারণে মহাসড়কে বড় ধরণের দূর্ঘটনা ঘটে থাকে, তার জলন্ত প্রমাণ আজকের এই বড় গর্তটি।
শিব্বির আহমদ — মিশিগান প্রতিদিন