বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিসিকের ৮৭ লাখ টাকা কর পরিশোধ করলো শাবিপ্রবি

২০২৪-২৫ অর্থবছরে ৮৭ লক্ষ ৮৭ হাজার ৯৫২ টাকা কর পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সিসিকের হাতে চেক হস্তান্তর উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহকারী কর কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম ও কর আদায়কারী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার দ্রুত সমাধান করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

প্রসঙ্গত, সিসির আওতাধীন ১১৫৯ হতে ১২০৪ নং হোল্ডিংগুলোর অনুকূলে বকেয়াসহ ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাবদ ২ কোটি ৭০ লক্ষ ৪৯ হাজার ২৯৬ টাকা পাওনা ছিল সিসিক কর্তৃপক্ষ। এতে ৮৭ লক্ষ ৮৭ হাজার ৯৫২ টাকা পরিশোধ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১