মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ত্রীর জ্বালা থেকে বাঁচতে জেলে গেলেন স্বামী

প্রতিটি দম্পতির ভাল এবং খারাপ দিন থাকে এবং কেউ কেউ শেষ পর্যন্ত পদক্ষেপ নেন আলাদা হয়ে যেতে। স্ত্রীর অত্যাচার সইতে না পেরে ইতালির এক ব্যক্তি নিজ ইচ্ছায় কারাগারে গেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডটকমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

ফেরান্তে নামক ৩০ বছর বয়সী আলবেনিয়ান নাগরিক গত কয়েক মাস ধরে মাদক সংক্রান্ত অপরাধের জন্য গৃহবন্দী ছিলেন। তিনি তার স্ত্রী ও পরিবার নিয়ে বাড়িতে থাকতেন। এখন আর ভালো যাচ্ছিল না। স্ত্রীর জ্বালায় অতিষ্ঠ হয়ে স্বেচ্ছায় কারাগারে থাকার আবেদন জানান। ফেরান্তে বলেন,

“শোন, আমার ঘরোয়া জীবন নরকে পরিণত হয়েছে। আমি আর পারছি না, আমি জেলে যেতে চাই।”

টিভোলি কারাবিনিরির ক্যাপ্টেন ফ্রান্সেস্কো গিয়াকোমো ফেরেন্টে বলেন, গৃহবন্দি নিয়ম লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তার ইচ্ছা মঞ্জুর করে আদালত কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মাদক অপরাধী ফেরান্তেকে কারাগারে স্থানান্তর করার নির্দেশ দেন এবং তাকে তার ঘরোয়া সমস্যা থেকে মুক্তি দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১