কবিঃ সোনিয়া কাদির
তোমার স্পর্শ আমি ইচ্ছে করে
ভিজিয়ে দিয়েছি
ছড়িয়ে দিয়েছি
স্যাঁতসেঁতে মাটির উপরে
নানাবিধ ও ঘটনা যাপনের পর
একদিন গহীন অরণ্যে
গোলাকৃতি চাঁদ উঠে গেলে
রচনা করব আশ্চর্য আলোঘর
তখনও আসবে রাত
প্রতিদিনেরই মতো
আমাকে ও ভর করবে
বিনীত দুখ সুখের ক্ষত
স্পর্শে কেটে কেটে ভাগ ভাগ হলে
কপাল আর কপালের কালো টিপ
মূলত হাভে ভাবে অনুভবে
কত কিছুর পাঠে পাঠে নিভে যায়
স্পর্শের প্রদীপ !