স্বপ্নীল সবুজের মায়ায় ঘেরা
ছোট্ট একখানা নীড়
অপার্থিব পরিবেশে শান্ত শীতলতা
আর মৌনতায় ভিড়!
টিনের চাল সাদা দেয়াল
অনাবিল সুখের ছোঁয়ায়,
ভরপুর প্রশান্তিতে ছেয়ে আছে
ঘরখানি স্বর্গীয় এক মায়ায়।
টিনের চালে শ্রাবণের রাতে
রিমঝিম বৃষ্টির ছন্দে
ভরে ওঠে মন, গেয়ে যায় গান
অনাবিল সুখের আনন্দে।
বাড়ির সামনে একটু খানি
আঙিনায়,
সেজেছে আজ হলুদ রঙের গহনায়
অপার্থিব এই সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়।
বারান্দায় পেতে থাকা চেয়ারটিতে
অবিরাম ঝরাফুলের পাপড়িতে
ভালোবাসার অনাবিল সুখেতে
ভরে যায় রোমাঞ্চকর অনুভূতিতে।
প্রকৃতির অপরূপ ছায়ায়
নীরবতার মায়ায়
ঝিরঝির নির্মল স্নিগ্ধ হাওয়ায়
যেন অনন্তকাল বসে থাকা যায়।
ফুলের পাপড়িরা বাতাসে
উড়ে উড়ে বেড়ায়
গাছের ডালে পাখিরা বিচিত্র সুরে
গান গেয়ে যায়।
নিস্তব্ধতা কাটিয়ে প্রকৃতি ও
সুর মিলায়
অজানা সুরের মূর্ছনায়
এক অপরুপ মুহূর্ত খেলে যায়।
প্রকৃতি নিপুন হাতের ছোঁয়ায়
অলীক সৌন্দর্যের মায়ায়
ধরণীর যত সুখ যত প্রসন্নতায়
ঘিরে আছে বাড়ির কোনায়, কোনায়।
কবি: মরিয়ম চৌধুরী