সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হঠাৎ যদি

কবিঃ কল্পনা দাস

মেঘলা আকাশ
বইছে বাতাস
মনটা যে তাই
উদাস উদাস

ভাল্লাগেনা
কোনো কিছু
স্মৃতিগুলো
নিচ্ছে পিছু।

হঠাৎ যদি
হতো এমন
কাটাচ্ছি দিন
আগের মতন।

নেইতো কোনো
চিন্তা ভাবনা
বৃষ্টি এলে
ভিজবার বায়না।

পাড়ার সকল
ছেলেমেয়ে
খেলতাম মাঠে
ফুটবল নিয়ে।

বাবা ছুটতো
লাঠি নিয়ে
ভিজায় দিতাম
কাঁদা দিয়ে।

বাবা যেত
আরো রেগে
হাসতাম আমি
খিলখিলিয়ে।

হায়রে সেদিন
পাইনা ফিরে
রইলো শুধু
স্মৃতি হয়ে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০