কবিঃ বানীব্রত
একদিন হারিয়ে যাব সকলের অলক্ষে
কোন এক নদীর ভাটার টানে
নদীর তীরে জমে থাকা পলির মতো
রেখে যাব কিছু স্মৃতি,
হয়তো পড়বে মনে, না বলা কিছু কথার টানে
হয়তো বা কিছু কাজের ভগ্নাবশেষ হিসেবে।
হয়তো বা স্বর্গ সুখ কাঁদবে রাতের আঁধারে,
পাওয়া না পাওয়ার মাঝে গড়ে উঠবে না কোনো সেতু
ভাষা হারা ভাবনারা দেবেনা উঁকি আর কখনো।
অব্যক্ত কথারা চাপা পড়ে রবে কালো রাত্রির ঘামে।
একদিন হারিয়ে যাব সকলের অলক্ষে
কোন এক নদীর ভাটার টানে।।