রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিজাব পরে গান গেয়ে সমালোচিত জাস্টিন বিবার

সম্প্রতি এক কনসার্টকে কেন্দ্র করে সমালোচিত হয়েছেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার। মাথায় স্কার্ফ পরে গান গওয়ায় ইসলাম ধর্মকে ব্যঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।

ইয়াহু নিউজ থেকে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের উতাহ শহরে অনুষ্ঠিত এক কনসার্টে অংশ নেন জাস্টিন বিবার। সেখানে তিনি মাথায় স্কার্ফ পরে ‘সরি’ ও ‘লোনলি’ নামের জনপ্রিয় দুটি সঙ্গীত পরিবেশন করেন। ইউটিউবে সেই গানগুলোর পরিবেশনা দেখা যায়।

মিডল ইস্ট টুয়েন্টিফোর প্রতিবেদনে বলা হয়, মাথায় স্কার্ফ, সাদা ছোট প্যান্ট ও ঢিলেঢালা টি-শার্ট পোশাক পরে গান গাওয়ায় বিবারের বিরুদ্ধে ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে অপমানের অভিযোগ করা হয়। মঞ্চে সঙ্গীত পরিবেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিবারের বিরুদ্ধে মাথায় স্কার্ফ ও শর্ট প্যান্ট পরায় অভিযোগ ‍তুলেন। একজন লিখেছেন যে ‘তিনি ‘হিজাব’ পরেছিলেন তা ভালো ছিল। কিন্তু তাকে ছোট শার্ট পরা দেখে খারাপ লেগেছে।’ কেউ কেউ আবার লিখছেন, জাস্টিন বিবার নাম পরিবর্তন করে জাস্টিনা বিবার রাখলে ভালো হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024