শুধু চোখ দিয়ে নয়,
অনুভূতি দিয়ে দেখতে চাই।
শুধু হাত দিয়ে নয়,
হৃদয় দিয়ে ছুঁতে চাই।
শুধু কান দিয়ে নয়
মন দিয়ে আমি শুনতে চাই।
শুধু কথা দিয়ে নয়
অন্তর দিয়ে ভালো বাসতে চাই।
শুধু মনে মনে নয়,
মনের ডানা মেলে উড়তে চাই।
শুধু ভালো থাকা নয়
সকলের ভালো করতে চাই।