মেসেজিং অ্যাপ্লিকেশনের মধ্যে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। এটি আমাদের অনেক কাজ খুব সহজ করে দিয়েছে। অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। তাই গ্রাহক সুবিধার কথা চিন্তা করে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ।এরই ধারাবাহিকতায় এবার নতুন ফিচারে ব্যবহারকারীদের সুরক্ষার ওপর জোর দেয়া হবে। নিয়ম ভাঙলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে। ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।
‘অ্যাকাউন্ট রেস্ট্রিকশন’ নামে এই নতুন ফিচারে নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে চ্যাটিং করা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ফিচারটি খুব শিগগির রোল আউট করবে প্রতিষ্ঠানটি।প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপে যে ফিচারটি যুক্ত হবে তা না মানলে কিছু সময়ের জন্য চ্যাটিং করা যাবে না। অ্যাপ খুললেও সব ফিচার নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে এটি নতুন চ্যাটিংয়ের ক্ষেত্রে। পুরাতন চ্যাটে যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ বা চ্যাটিং চালিয়ে যাওয়া যাবে।