বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হ্যামট্রামেকে আগুনে পুড়লো ৩টি বাড়ি

নিজস্ব ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগুন লেগে পুড়ে গেছে তিনটি বাড়ি।

ফক্স ২ এর প্রতিবেদনে বলা হয়েছে, খুব দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন অল্প সময়েই মধ্যেই একটি বাড়ি পুড়িয়ে ফেলে। এবং পাশের আরো দুটি বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত মঙ্গলবার হ্যামট্রামেক শহরের প্রিসকট স্ট্রিটে দুপুর আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটেছে।

আগুন নেভাতে হ্যামট্রামেক ফায়ার ডিপার্টমেন্ট কাজ করে। হ্যামট্রামেক ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ম্যাথিউ উইসজেলস্কি বলেছেন, “হ্যামট্রামেক একটি পুরানো সম্প্রদায়, এবং বাড়িগুলি কাছাকাছি তৈরি করা হয়েছে। প্রতিটি বাড়ি ৬-৮ ফুট দূরে। যারজন্য যে বাড়িতে আগুন লেগেছিল সেটি ধ্বংস হয়ে গেছে, অন্য একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয় বাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বেশ কিছু পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে তিনি জানান।”

আগুনে কোনো মানুষ বা পোষা প্রাণী আহত হয়নি। রেড ক্রস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করবে। উইসজেলস্কি বলেছেন, “সম্পত্তি হারানোর জন্য এই পরিবারগুলোর প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, এবং আমরা তাদের অবস্থান নিতে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাহায্য পেতে সহযোগিতা করবো।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১