যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে হ্যামট্রামেক সিটির নির্বাচন। ইতোমধ্যে এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। শুরু হয়েছে নির্বাচনী আমেজ।প্রার্থীরাও শুরু করে দিয়েছেন প্রচার প্রচারণা।
এই নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন সাবেক কাউন্সিলর আবু আহমদ মুসা। এর আগে তিনি ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন।
আবু আহমদ মুসা সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি মিশিগানের বাংলাদেশি কমিউনিটি অঙ্গনে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
আবু আহমদ মুসা জানান, এ অঙ্গরাজ্যের মানুষ বিগত দিনেও আমায় নির্বাচিত করেছিলেন। আমার পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সেবা করতে আবারো নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। এজন্য সকলের ভালবাসা ও সহযোগিতা চাচ্ছি।