শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১২২৬ কেজির কুমড়া, বিশ্বরেকর্ড গড়লেন ইতালির কৃষক

বচেয়ে বেশি ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির এক কৃষক। তার আবাদ করা কুমড়াটির ওজন ১২২৬ কেজি যা ১৭.৫ প্রাপ্তবয়স্ক মানুষের ওজনের সমান। সম্প্রতি গিনেজ ওয়াল্ড রেকর্ডস এ তথ্য জানিয়েছে।

২০০৮ সাল থেকেই বিশালাকার কুমড়া চাষ শুরু করেন স্টেফানো কুত্রুপি। ইতালির তুসকানির ছিয়ান্তিতে থাকেন তিনি। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর ইতালির পিসা শহরে আয়োজিত কুমড়া উৎসবে তিনি ১২২৬ কেজির কুমড়া নিয়ে হাজির হয়ে হইচই ফেলে দেন।

ওই প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয়ও হয়েছেন তিনি। বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর স্টেফানো উল্লাসে ফেটে পড়েন। আনন্দে এত জোরে চিৎকার করেছেন যে গলাই ভেঙে গেছে। তিনি জানান, ‘জীবনের পুরোটা সময়ে আমি চাষবাস ও নতুন নতুন আইডিয়ার পেছনে খরচ করেছি। আমার ঘনিষ্ঠরাও আমার জন্য ত্যাগ করেছেন। সেটার পুরস্কার পেয়েছি।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১