সিলেটে গত তিন দিনের ব্যবধানে ৬৫ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল দুইবার। আজ বৃহস্পতিবার সিলেট নগরে সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি ১৯৫৬ সালের পর অক্টোবর মাসে সিলেটে সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা।
এর তিনদিন আগে গত সোমবার (১১ অক্টোবর) একই পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৯৫৬ সালের পর সিলেটে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
এর আগে ২০১৪ সালের অক্টোবর মাসে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সিলেটে এত বেশি তাপমাত্রা আগে কখনো হয়নি। কিন্তু গত কয়েক বছর থেকে ক্রমেই অক্টোবর মাসে সিলেটের তাপমাত্রা বাড়ছে। মূলত নগরায়ণ আর গাছপালা ও সবুজায়ন কমে যাওয়ায় এমনটি হতে পারে বলে আমার ধারণা। এ ছাড়া সিলেটে আগে প্রচুর টিলা ছিল, এখন খুব বেশি টিলা নেই। এটিও একটি কারণ হতে পারে তাপমাত্রা বেড়ে যাওয়ার।
তিনি আরও বলেন, এই মাসের প্রথম দিকে বৃষ্টি হলেও তা স্বাভাবিকের তুলনায় ৩০/৩৫ শতাংশ কম হয়েছে। আর আগামী ১৮ ও ১৯ অক্টোবরের আগে সিলেটে বৃষ্টি হবার সম্ভাবনা কম।