রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্নি ঝরা মার্চ

কবিঃ কনক লতা মন্ডল

এই অগ্নি ঝরা মার্চে
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ঊর্ধ্বমুখী তর্জনীর আহ্বান,

এই অগ্নি ঝরা মার্চেই
স্বাধীনতার বীজ অঙ্কুরিত বিদ্রোহী,
কবিতায় এবং রণ সংগীতের জয়গান।

এই অগ্নি ঝরা মার্চেই
স্বাধীনতা অর্জনের ডাক,
স্বাধীনতার নব বাংলার আন্দোলন।

অগ্নি ঝরা মার্চে
বীর বাঙালির রক্ত ঝরার শুরু,
জাতীয় চেতনার উজ্জ্বল মুক্তির আস্বাদন।

অগ্নি ঝরা মার্চে
লাল সবুজের বিজয় নিশান,
সোনার বাংলায় দেশমাতৃকার গানে।

অগ্নি ঝরা মার্চে
বীর বাঙ্গালির মুক্ত কথা বলা,
মুক্ত ভূমিতে স্বাধীন পথ চলায় অবদানে।

ঐতিহাসিক অগ্নি ঝরা মার্চে
জনতার হয় ঢল বঙ্গবন্ধু ভাষণে,
জাতির পিতার আবির্ভাব বাঙালির প্রাণে।

অগ্নি ঝরা মার্চে
জাতির পিতা মুজিব দিল রণাঙ্গনের ডাক,
স্বৈরাচারী পাকবাহিনী বাংলা ছেড়ে যাক।

অগ্নি ঝরা মার্চে
ছাব্বিশ তারিখ যুদ্ধ শুরু হলে,
বীর বাঙালি সাহস নিয়ে লড়াই করে চলে।

অগ্নি ঝরা মার্চে
যার যা আছে ঝাঁপিয়ে পড়ে,
শত্রুর মোকাবিলা করে প্রাণ বিসর্জনে।

অবশেষে বাঙালি নারী পুরুষ ছেলে বুড়োর
আত্মত্যাগে,
নয় মাস যুদ্ধের পরে
বিজয় আসে বাঙালির ঘরে ঘরে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All Rights Reserved ©2024